নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- এবার রাজ্যের পরিবহণ,সেচ ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। জানা গেছে মন্ত্রী শুভেন্দু অধিকারীর শরীরে কোভিডের উপসর্গ মৃদু পাওয়া গিয়েছে। প্রসঙ্গত বাংলায় করোনা ভাইরাসের সংক্রমণের পর শাসক দলের হাতেগোণা যে ক’জন বড় নেতা মন্ত্রী কে মাঠে নেমে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাঁর মধ্যে শুভেন্দু বাবু ছিলেন অন্যতম। বৃহস্পতিবার দুপুরে তাঁর অ্যান্টিজেন টেস্ট করার পর প্রথম পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। তাই আরটি-পিসিআর টেস্ট তথা সোয়াব টেস্ট করা হয়। তাতেও রিপোর্ট আসে পজিটিভ। জানা গেছে চিকিৎসকদের পরামর্শ ফের একবার চেক-আপ করা হবে পরিবহণ মন্ত্রীর।প্রসঙ্গত প্রথমে শুভেন্দুবাবুর ভাইপো করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার পর কোভিডে আক্রান্ত হন শুভেন্দু বাবুর বড় ভাই। বর্তমানে তাঁরা সুস্থ্য।