করোনার থাবা এবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে । করোনা আক্রান্ত বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । পাশাপাশি, তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে বলেও জানা গিয়েছে । এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় মোট ১১ জনের শরীরে করোনার সংক্রমণ হদিস মিলেছে । সেই কারণে সংক্রমণ রুখতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ।
সূত্রের খবর, গত কয়েকদিন আগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর গাড়িচালকের করোনা সংক্রমণ ধরা পড়ে । পাশাপাশি তার অফিসের বেশ কয়েকজন কর্মী করোনার উপসর্গ দেখা দেওয়ায়, বেশ কিছু কর্মীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় । তবে একসঙ্গে এত জনের করোনা সংক্রামন হওয়ায়, আতঙ্ক ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় এবং হোস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যেও।