January 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের এক সার্জেন্ট ও এক কনস্টেবেল


করোনা আক্রান্ত থেকে বাদ পড়ে নি পুলিশ। জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের এক সার্জেন্ট ও এক কনস্টেবেলের করোনা আক্রান্ত হওয়ার পর এবং ওই গার্ডের আরও কয়েকজনের জ্বর দেখা দেওয়ায় এবার জোড়াবাগান ট্র্যাফিক গার্ডকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হল। কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড এক কর্মীর শরীরে মিলল করোনার সংক্রমণ। শহরে এর আগেও থানার আধিকারিক ও পুলিশকর্মীর করোনা সংক্রমণ ধরা পড়েছিল। রাজ্যে এই প্রথম কোনও পুলিশ অফিসকে কনটাইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হলো।

পাশাপাশি জানা গিয়েছে, জোড়াবাগান ট্রাফিক গার্ডে যে আধিকারিকের করোনার সংক্রমণ ধরা পড়েছে, তিনি ট্রাফিক গার্ডের ব্যারাকে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে সেখান থেকে হাওড়ার একটি কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার লালারসের নমুনা পরীক্ষা করা হলে নমুনা রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপরই তার সংস্পর্শে আসা আরো এক আধিকারিক অসুস্থ হয়ে পড়লে, তাকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এবং তারও লালারসে নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে। এর ফলে বাকি পুলিশ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো এলাকাটি স্যানিটাইজ করা হয়। পাশাপাশি জোড়াবাগানের আশেপাশে শোভাবাজার স্ট্রীট, রবীন্দ্র সরণি, বারওয়ারিতলা লেনের কিছু অংশ কনটেইনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়। এবং এলাকাটি সিল করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।