December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্ত এক পরিযায়ী শ্রমিক, আতঙ্কিত এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আবারো করোনা ভাইরাসের থাবা পূর্ব মেদিনীপুর জেলায়, স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে ১৮ দিন পর পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ ধরা পরল তমলুক ব্লক নীলকুন্ঠা অঞ্চলে। জানা গেছে হায়দ্রাবাদ থেকে বাড়ি এসে ১৮ দিন পর করোনা পজেটিভ ধরা পড়লো পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ব্লকের নীলকুন্ঠা অঞ্চলের গড়কিল্লা গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিককে পাঁশকুড়া করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। নীলকুণ্ঠা অঞ্চল প্রধান অশোক কুমার পাইক জানান যে গতকাল রাতে লালারসের পরীক্ষা রিপোর্ট পজিটিভ আছে। আজ সকালে অ্যাম্বুলেন্সে করে পাঁশকুড়া করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমরা ওই কারণে আক্রান্ত পরিযায়ী শ্রমিক কোন কোন জায়গায় গিয়েছিল তার খোঁজ খবর শুরু করেছি।এবং তার পরিবারকে করেন্টিনে রাখার ব্যবস্থা করছি। এলাকা স্যানিটাইজার করার ব্যবস্থা করছি। এলাকা মানুষের কাছে আমার বিনীত অনুরোধ মাস্ক পড়ুন, স্যানিটাইজার ব্যবহার করুন, অযথা বাড়ির বাইরে বের হবেন না, ভয় পাবেন না সতর্ক থাকুন বলে জানান অঞ্চল প্রধান। নীলকুন্ঠা অঞ্চলে প্রথম করোনা পজিটিভ ধরা পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।