April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা আক্রান্তের সংখ্যা ৮০০ ঘর ছুলো দক্ষিন দিনাজপুর জেলায়

বালুরঘাট ; করোনা আক্রান্তের সংখ্যা ৮০০ ঘর ছুলো দক্ষিন দিনাজপুর জেলায়।গতকাল রাত্রে মালদা মেডিক্যাল কলেজের ভি আর ডি ল্যাব থেকে জেলায় আসা তালিকায় ৯ জন করোনা পজিটিভের হদিস মিলিছে। এদিনের ৯ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০।তবে আক্রান্তদের মধ্যে ৩৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।এদিনের আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও অন্য পেশার মানুষ জন রয়েছেন বলে জানা গেছে।এদের মধ্যে একজন মহিলা স্বাস্থ্য কর্মী রয়েছেন বলে জানা গেছে।নতুন করে আক্রান্তদের সেফ হাউজ বা কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য আনার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে এই ৯ জনের মধ্যে বালুরঘাট শহরের চকভবানি ঘোষপাড়া, মঙ্গলপুর, উত্তমাশা, শান্তি কলোনি ও লালমাটা এলাকার ৫ জন বলে জানা গেছে। বাকি ৪ জনের মধ্যে ৩ জন বালুরঘাট গ্রামীন পতিরাম, ফরিদপুর ও কালিকাপুর এলাকার। এছাড়াও বাকি ১ জন হলেন বুনিয়াদপুরের এক মহিলা স্বাস্থ্যকর্মী রয়েছেন।জানা গিয়েছে, ১৮ জুলাই আক্রান্তদের লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল।

যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে অবশ্য এবিষয়ে কোনও বক্তব্য মেলেনি।