দিনের পরদিন জওয়ানদের মধ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে মৃত ২ বিএসএফ কর্মী। বৃহস্পতিবার দিল্লির সফদরজং হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১ জন বিএসএফ জওয়ান। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই দুই জওয়ানের সংস্পর্ষে যারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার ফের নতুন করে ৪১ জন বিএসএফ জওয়ানের শরীরে করোনার সন্ধান পাওয়া গেছে। ঘটনার কথা জানতে পেরে টুইট করে দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে তিনি জানান, “বিএসএফের দুজন বীর সৈন্যকে হারানোয় আমার হৃদয় ভারাক্রান্ত। তাঁদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। এই দুজন জওয়ান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ভগবান তাঁদের এই কঠোর সত্য মেনে নেওয়ার শক্তি দিক।”