September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনায় আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান

করোনায় আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গত কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন তিনি। করোনার উপসর্গ দেখা দেওয়ায় সম্প্রতি ডাক্তারি পরীক্ষা করান। শনিবার সকালে সেই রিপোর্ট সামনে এলে দেখা যায়, কোভিড-১৯ ভাইরাস বাসা বেঁধেছে তাঁর শরীরে। শুরুতে বাড়িতেই কোয়রান্টিনে থাকার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু চিকিৎসকদের পরামর্শে পরে হাসপাতালে ভর্তি হন।

এই প্রথম দেশের কোনও মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। এ দিন সকালে নিজেই সংক্রমণের কথা জানান শিবরাজ। টুইটারে তিনি লেখেন, ‘‘প্রিয় দেশবাসীকে জানাতে চাই যে, আমার শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা করোনা পরীক্ষা করিয়ে নিন। আমার ঘনিষ্ঠরা সকলে কোয়রান্টিনে রয়েছেন। আমি সমস্ত নিয়ম মেনে চলছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোয়রান্টিনেই থাকব।’’