করোনা সংক্রমণের জেরে ত্রাহি ত্রাহি রব সর্বত্র। বিশ্বের একাধিক দেশে ১ লক্ষেরও মানুষ আক্রান্ত। বাদ যাননি রাজনীতি থেকে বিনোদন জগতের বিশিষ্টরাও। করোনার থাবা পড়েছে ক্রীড়াজগতেও। এবার করোনায় আক্রান্ত হলেন ইংল্যান্ডের ফুটবল ক্লাব আর্সেনালের ম্যানেজার মিকেল আর্তেতা । যার জেরে শনিবার প্রিমিয়ার লিগে ব্রাইটনের সঙ্গে দলের খেলায় পিছিয়ে দেওয়া হয়েছে। দলের ম্যানেজার খোদ মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার জেরে শিরে সংক্রান্তি ক্লাবের। আর্তেতার সংস্পর্শে আসা ক্লাবের প্রত্যেক সদস্য, ফুটবলার, গ্রাউন্ড স্টাফকে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনিং গ্রাউন্ড, জিম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্সেনাল। এদিকে, শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ একটি জরুরি বৈঠক ডেকেছে। সেখানে লিগের প্রত্যেক ক্লাবকে ডাকা হয়েছে। এই বৈঠকে লিগের বাকি ম্যাচগুলির ভবিষ্যত কী তা নির্ধারিত হবে বলেই আশা ব্রিটিশ ফুটবল মহলের।