সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে করোনার থাবা। করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। বুধবার রাত ৯:৩০টায় স্নেহাশীষের রিপোর্ট আসলে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। প্রবল জ্বর ও মাথা ব্যথা নিয়ে বেলভিউ নার্সিংহোম ভর্তি রয়েছেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। স্নেহাশীষ বর্তমানে সিএবি সচিব। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর সিএবি আধিকারিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে সংস্পর্শে আসা সিএবি কর্তারা আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, স্নেহাসিশ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী মুম গঙ্গোপাধ্যায় দুই সপ্তাহের জন্য করোনায় আক্রান্ত হয়ে বেলভিউতে ভর্তি ছিলেন। জানা গেছে গত দু-তিন দিন ধরে শরীর ভালো ছিল না স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের। বেলভিউতে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সৌরভ সহ তার পুরো পরিবার এখন কম করে থাকবেন বলে জানা গিয়েছে। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া হোম কোয়ারিন্টনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।