করোনার হানা সাংসদ অভিনেতা দেবের বাড়িতে। করোনায় আক্রান্ত দেবের বাড়ির ম্যানেজার উত্তম। তিনি শুধু ম্যানেজারই নন, দেবের পরিবারের অন্যতম সদস্যও। মঙ্গলবার সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু করোনার কোনও রকম লক্ষণ নেই উত্তমের। নিয়ম মেনে তিনি দেবের বাড়িতেই আইসোলেশনে আছেন। এছাড়াও দেব-সহ তাঁর পরিবারের বাকিরাও নিজেদের কোয়ারানটিন করেছেন।
এদিন দেব ও তাঁর পরিবারের বাকিদেরও করোনার পরীক্ষা হয়। কিন্তু তাঁদের সবার রিপোর্টই নেগেটিভ এসেছে। করোনার যাবতীয় সুরক্ষাবিধি মেনেই তাঁরা নিজেদের গৃহবন্দি করেছেন। নিয়ম মেনে ১৪ দিন থাকবেন হোম আইসোলেশনে। তবে এই নিয়ে অযথা প্যানিক করতে বারণ করেছেন সাংসদ। তাঁরা সকলে ভালো আছেন। সুস্থ আছেন।