নিজস্ব সংবাদদাতা,মালদাঃ-মালদা জেলায় যে ভাবে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে চলছে। সেই দিকে নজর রেখে হবিবপুর থানার পক্ষ থেকে বুলবুলচন্ডী ও আইহো বাজারের ক্রেতা বিক্রেতাদের বাজারের পুনোরায় সময়সীমা নির্ধারিত করলেন হবিবপুর থানার পুলিশ প্রশাসন।যে ভাবে বাজার গুলিতে ভীর বাড়ছে সেই দিকে নজর রেখে পুনোরায় মাইকিং এর মাধ্যমে সময় জানিয়ে দেওয়া হয় সব্জি ও মাছ বাজারে সময় সকাল ৭টা থেকে১০ পর্যন্ত ও অন্যন বাজার বিকেল ৩টে পর্যন্ত খোলা রাখার বিষয়ে জানিয়ে দেওয়া হয় ।এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে বার বার জানানো হয় মাস্ক ছারা বাইরে বেরবেন না বাইরে বেড়লে মাস্ক ব্যাবহার করুন,স্যোসাল ডিস্টেস বজায় রাখার বার্তাও দেওয়া হয় হবিবপুর থানার পক্ষ থেকে।