নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও দিনের পর দিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে দিকে লক্ষ্য রেখেই পূর্ব মেদিনীপুর জেলা র তাম্রলিপ্ত পৌর সভার সামনে বসানো হলো স্যানিটাইজার টানেল, ইতিমধ্যেই রাজ্য সরকারের গত ২৭ তারিখের বুলেটিন অনুযায়ী জেলাতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা ৫০ পেরিয়ে এবং পাশাপাশি সুস্থতার সংখ্যা প্রায় ৪ হাজার এর ও বেশী। তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় বেশ কিছু দিন আক্রান্তের সংখ্যা না থাকলেও আবার ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই পৌরসভায় বিভিন্ন কাজে আসা মানুষ জন যাতে কিছুটা জীবাণুমুক্ত হয়ে পৌরসভার মধ্যে প্রবেশ করতে পারে সেই কারণেই পৌরসভার গেটের সামনে বসানো হলো স্যানিটাইজার টানেল। স্যানিটাইজার টানেলের উদ্বোধন করেন তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন, দীপেন্দ্র নারায়ন রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা।