করোনার ত্রাসে শেয়ারবাজারে রক্তক্ষরণ অব্যাহত। বৃহস্পতিবারও ধস নেমেছে সেনসেক্সে। একই অবস্থা নিফটিরও। এ দিন সকালে BSE Sensex-এর সূচক ৭২৫ পয়েন্ট অর্থাত্ ২.৫১% পড়ে যায়। সূচক পৌঁছে যায় ২৮,১৪৪-এ। নিফটির সূচক ২০৬ পয়েন্ট অর্থাত্ ২.৪৩% পড়ে পৌঁছে যায় ৮,২৬৩-তে। বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্সের সূচক দিনের সর্বনিম্ন ২৬,৭১৪-এ নেমে যায়। নিফটি নামে ৭,৯০০তে। সেনসেক্সে এ দিন সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি, ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এশিয়ান পেইন্টস ও হিন্দুস্থান ইউনিলিভারের। তাদের স্টক প্রায় ৮.৫৫% পড়ে গিয়েছে। অপরদিকে, নিফটিতে নিফটি PSE ব্যাংক ছাড়া সবাই ক্ষতির মুখ দেখেছে।