করোনা ভাইরাসের জেরে বাতিল হয়ে গেছে একের পর এক ফুটবল ম্যাচ।এবার সেই পথে হেঁটে স্থগিত করা হল অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ। এই বছর নভেম্বর মাসে ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা সংক্রমণ দিন দিন বেড়ে যাওয়ায় পিছিয়ে দেওয়া হল ফিফা অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল ম্যাচ৷ তবে পুনরায় ম্যাচ কবে বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কিছু জানাননি ফিফা কর্তৃপক্ষ৷করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যে বাতিল করা হয়েছে বহু স্পোর্টস ইভেন্ট৷ কিছুদিন আগেই কলকাতা ফুটবল লিগ বাতিলের পথে এগোচ্ছে বলে জানা গিয়েছে৷ সাথে ক্রিকেটের আইপিএল ম্যাচ পিছিয়ে গিয়েছে অনির্দিষ্টকালের জন্য। বিদেশে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পানিশ লা লিগা, ইতালিয়ান সিরি-এ ইত্যাদি বাতিল হয়ে গিয়েছে বলে জানা যায়৷ এমনকি টেনিসের সবথেকে আকর্ষনীয় ও ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডন বাতিল করা হয়েছে৷ পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক৷শনিবার একটি বিবৃতিতে ফিফা কনফেডারেশন ওয়াকিং গ্রুপের তরফ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাস বিশ্বে মহামারী প্রকোপ ফেলায় অনুর্ধ -17 মহিলা ফুটবল বিশ্বকাপ ম্যাচ পিছিয়ে দেওয়া হয়৷ এর আগে আগস্ট সেপ্টেম্বর মাসে অনূর্ধ্ব কুড়ি মহিলা বিশ্বকাপ ম্যাচ হওয়ার কথা ছিল কোভিড-19 এর জেরে সেই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয় বলে ঘোষণা করেন ফিফা কর্তৃপক্ষ।