May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার জেরে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি। সংক্রমণ মাত্রাও কিছুটা কম হলেও খুব বেশী ধূমধাম না হলেও দুর্গাপূজাও হয়েছে যথাযথ ভাবে রীতিনীতি মেনে।সেই পরিস্থিতিতে কাটিয়ে ধনদেবী লক্ষ্মী পুজোতে আশায় বুক বেঁধে ছিলেন মৃত শিল্পীরা। বাঙালির ঘরের ঠাকুর লক্ষ্মী। তাই অন্তত বাইরের বড়ো প্যান্ডেলের না হলেও বাড়িতে বাড়িতে লক্ষ্মীপুজো হবে, আর তাই ছোট ছোট প্রতিমা বিক্রেতা থেকে শুরু করে বড় প্রতিমা শিল্পীরা আশা করে ছিলেন গত বারের মতো না হলেও বিক্রি অন্তত বেশ কিছুটা হবে এবারে। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে বিক্রি কতটা হবে সে নিয়ে চিন্তায় শিল্পী থেকে বিক্রেতা সবাই। এমনই ছবি ধরা পরল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এলাকায়, এলাকার এক মৃৎ শিল্পী জানান করোনার কারণে যে সব বড় বড় ঠাকুর পুজো হতো সে গুলোর বেশির ভাগই বন্ধ,এবং যেসব বাড়িতে বা ছোট ছোট ক্লাব গুলিতে পুজো হতো সেগুলিতে বেশির ভাগ জায়গায় এবছর বাজেট কম হওয়ায় তাই সবাই অল্প খরচে ছাঁচের প্রতিমার দিকেই ঝোঁক বাড়াচ্ছেন। ফলে বিক্রি অনেকটাই কমে গেছে মৃৎ শিল্পীদের কাছে। এখন এই পরিস্থিতিতে এলাকার মৃৎশিল্পীরা চাইছে সরকার তাদের উপর নজর দিক, না হলে আগামী দিনে বহু সমস্যার সম্মুখীন হতে হবে এইসব মৃৎ শিল্পীদের।