করোনার একাধিক উপসর্গ ছিল আমর্হাস্ট স্ট্রিটের একটি আবাসনের বাসিন্দা ওই ব্যক্তির। সোমবার দুপুর তিনটেয় বাড়িতেই মৃত্য হয় তাঁর। পারিবারিক ডাক্তার এসে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করার পর নমুনা পরীক্ষার পরামর্শ দেন। পাশাপাশি তিনিই বলেন রিপোর্ট আসা পর্যন্ত দেহটি সংরক্ষণের ব্যবস্থা করতে। সেই মতোই পদক্ষেপ নেয় পরিবার। পরিবারের তরফে প্রথমে থানায় যোগাযোগ করা হয়। তাতে কোনও লাভ না মেলায় পুরসভা এবং স্বাস্থ্যভবনের দ্বারস্থও হন তাঁরা। কিন্তু না, আশার আলো দেখাননি কেউই। সোমবার সারাদিন বাড়িতেই পড়ে থাকে দেহ। একাধিকবার পুরসভা ও স্বাস্থ্যভবনকে জানিয়েও দেহ সংরক্ষণের জন্য কোনও সহযোগিতাই মেলেনি। আর সেই কারণে মৃত্যুর পর ২ দিন ধরে বাড়ির ফ্রিজে পড়ে রইল করোনায় মৃত ব্যক্তির দেহ |