January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার উপসর্গ দেখা গেল হাওড়া হাসপাতালের সুপারের, চিকিৎসাধীন এমআর বাঙুরে

লকডাউনের সত্বেও দিনের পর দিন বেড়েই চলেছে করোনার প্রকোপ। আর এবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হলেন স্বয়ং স্বাস্থ্য আধিকারিক। সূত্রের খবর, হাওড়া জেলা হাসপাতালের সুপারকে এমআর বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে। নমুনা সংগ্রহ করে সোয়াব টেস্টে পাঠানো হলে, রিপোর্ট পজিটিভ এসেছে। সুপারের পরিবারের সদস্যদের ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া তাঁর সংস্পর্শে আসায় হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাওড়া জেলা হাসপাতালে এর আগে ভরতি ছিলেন শালকিয়ার এক মহিলা। তাঁর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তিনি জেনারেল ওয়ার্ডে ভরতি ছিলেন। পরে তার মৃত্যু হয়। ওই মহিলার চিকিৎসা চলাকালীন সুপার পরিদর্শনে গিয়েছিলেন। তাই সেখান থেকেও সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।