বিশ্বজোড়া করোনা আতঙ্কের মধ্যে খামখেয়ালিপনা আবহাওয়াতেও। মঙ্গলবার রাজ্যের সর্বচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘরাফেরা করছে। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। ভোর রাত্রে হাল্কা শীতল আবহাওয়া থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। এদিন দক্ষিণবঙ্গে হাল্কা বায়ুপ্রবাহের সঙ্গে সঙ্গে দিনভর ঝলমলে আকাশ থাকছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।