বিশ্বজোড়া বিপর্যয়ের বর্তমানে একটাই নাম, নোভেল করোনা ভাইরাস। আর সেই আতঙ্কের কালো থাবা পড়েছে বিনোদন জগতেও। শ্যুটিং থেকে ছবি মুক্তি, সবই বন্ধ হয়ে গিয়েছে। আর এবার একে একে বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের সব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলিও। সেই তালিকায় যুক্ত হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব।
আশঙ্কা আগেই ছিল। আগামী ১০ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল কর্তৃপক্ষের। কিন্তু এর ২০ দিন আগেই আপাতত উৎসব স্থগিত রাখার কথা ঘোষণা দিয়েছেন আয়োজকরা। বিশ্বজোড়া করোনা ত্রাসে ২০২০ সালের ৭৩ তম কান চলচ্চিত্র উৎসব পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না। জুনের শেষ ও জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত উৎসবটি স্থগিত থাকবে।