নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- করোনার আতঙ্কে বাড়িতেই পড়ে রইল মৃতদেহ, এগিয়ে এলো না কোন প্রতিবেশী, এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার ফকিরগঞ্জ গ্রামে, স্থানীয় সূত্রে জানা যায় মৃত গুরুচরণ মেটা নামে এক মাঝবয়সী ব্যক্তি কলকাতায় ফলের ব্যবসা করতেন, বেশ কয়েক দিন আগে জ্বর সহ একাধিক কোন উপসর্গ নিয়ে বাড়িতে ফেরেন, জানা যায় গত বৃহস্পতিবার বিকেল নাগাদ মারা যায় গুরুচরণ, এরপর ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তে, এগিয়ে আসেনি কোন প্রতিবেশী, এরপর খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সৎকার করার জন্য, প্রশাসন সূত্রে জানা যায় অভিব্যক্তি ব্রেন স্ট্রোক হয়ে মারা গিয়েছেন, যদিও এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়, প্রশাসন থেকে দেয়া হচ্ছে সচেতনত বার্তা।