মালদাঃ- করোণায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু হল জেলার বিশিষ্ট ব্যবসায়ী তথা পেট্রোল পাম্প মালিক মানস কুমার আগরওয়ালের। গত রবিবার পুরাতন মালদার নারায়ণপুর কোভিড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১। তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন মালদা জোনের সদস্যদের। এই মর্মে মঙ্গলবার সকালে নারায়ণ পুর এলাকায় একটি বেসরকারি পেট্রোল পাম্পে এক শোক সভার আয়োজন করা হয়েছিল। এক মিনিটের নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করা হয়। এই বিষয়ে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি
উজ্জ্বল সাহা জানান, মানস কুমার আগর ওয়ালের প্রয়াণে তাঁরা শোকাহত। তিনি কোভিড হাসপাতালে ভর্তি হবার পরও সঠিক চিকিৎসা না পাওয়ায় তার মুত্যু হয়েছে। তাই অবিলম্বে কভিড হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামোর ব্যাপারটি নজর দিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তিনি।