করোনায় আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। বৃহস্পতিবার সকালেই তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখার কথা বলেছেন। সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই তিনি সামান্য অসুস্থ বোধ করছিলেন। কোভিডের মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। অন্যান্য উপসর্গের সঙ্গে সামান্য জ্বরও আছে বলে জানা গিয়েছে। এর পরেই বুধবার তিনি কোভিড পরীক্ষা করান। সেই রিপোর্ট এ দিন সকালে এসেছে।