করোনামুক্ত অমিত শাহ| শুক্রবার তাঁর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিন বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং ট্যুইট করে একথা জানিয়েছেন। তবে চিকিৎসকের পরামর্শ আপাতত আরও কিছুদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছেন শাহ।
এর রেশ ধরে তাঁর সমস্ত শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ। পাশাপাশি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।