December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনামুক্তিতে স্যানিটাইজেশন বেলেঘাটা ট্রাফিকগার্ড অফিসে

করোনা পরিস্থিতি মোকাবিলায় শহরের বিভিন্ন এলাকার রাস্তা , হাসপাতাল চত্বর জীবাণুমুক্ত করতে দেখা গেছে ইতিপূর্বে। এবার নিজেদের কর্মক্ষেত্র জীবাণুমুক্ত করতে উদ্যোগী হল পুলিশ। শুক্রবার দুপুরে বেলেঘাটা ট্রাফিকগার্ডের অফিস ও সংলগ্ন এলাকায় জীবাণুমুক্ত করার কাজ করা হয়। ট্রাফিকগার্ডের অফিস স্যানিটাইজেশনের পাশাপাশি এদিন ট্র্যাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এই কর্মসূচীতে সামিল ছিলেন বেলেঘাটা ট্রাফিকগার্ডের শীর্ষকর্তারা।

অন্যদিকে লকডাউনের কারনে দোকানপাঠ বন্ধ। যার ফলে বেলেঘাটা আইডি হাসপাতালে আসা দুরদুরান্তের রোগীর আত্মীয়-পরিজন যারা খাবার পাচ্ছেন না , তাঁদের খাবারের সমস্যায় পড়তে হচ্ছে। নিয়ম মেনে , সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন দুপুরে সেই সব মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয় বেলেঘাটা ট্রাফিক গার্ডের তরফে।