করোনা ভাইরাসের আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ব। ইতিমধ্যেই চিন সহ প্রায় ৭০ টি দেশে অস্তিত্ব পাওয়া গিয়েছে এই মারণ ভাইরাসের। তালিকায় সামিল ভারতও। তবে এই মারণ ভাইরাসের মোকাবিলায় আগে থেকেই তৈরি ভারত, আর এই করাল করোনাকে আটকাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সংসদে তার বিষদ বিবরন দেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। রাজ্যসভায় এক বিবৃতিতে তিনি বলেন, দুশ্চিন্তা করার কোনও প্রয়োজন নেই। তিনি ও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা বিষয়ের উপর নজর রাখছেন। নজরদারিতে বহাল করা হয়েছে একটি মন্ত্রিগোষ্ঠীও।
বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৯। এঁদের মধ্যে কেরালার তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লিতে আরও একজনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। হর্ষ বর্ধন আরও জানান, ৪ মার্চ পর্যন্ত ৬,১১,১৭৬ জনকে স্ক্রিনিং করা হয়েছে। বিমানবন্দর, কিংবা জাহাজ বন্দরের মাধ্যমে যারা দেশে আসছেন তাঁদের স্ক্রিনিং করা হচ্ছে। করোনা যাতে দেশে মহামারির রূপ নিতে না পারে, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রাজ্যসভায় বিবৃতিতে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।