May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

কমলো দৈনিক সংক্রমণের হার

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চূড়ান্তে পৌঁছেছিল দৈনিক আক্রান্ত। অক্টোবরের শুরু থেকেই তা কমে ৭০-৮০ হাজারের গণ্ডিতে ঘোরাফেরা করছে। আজ কা কমে হয়েছে ৬৬ হাজার। সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে দৈনিক মৃত্যু সংখ্যা হাজারের নীচে যাওয়া তৈরি করছে স্বস্তির আবহাওয়া।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬ হাজার ৭৩২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে মোট আক্রান্ত হলেন ৭১ লক্ষ ২০ হাজার ৫৩৮ জন। ওই সময়কালে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৮৪৩ ও ২৪ হাজার ১৫১। বিশ্বের প্রথম স্থানে থাকা আমেরিকার এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৭৭ লক্ষ ৬২ হাজার ৪৭৬ জন। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৫০ লক্ষ ৯৪ হাজার ৯৭৯ জন।