নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- এবার কন্যা খুনের অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার গাজীপুরে। জানা গিয়েছে গত শুক্রবার নিজের কন্যা সন্তানকে জলে ফেলে খুন করার অভিযোগ উঠেছে গাজীপুর গ্রামের বাসিন্দা শেখ সিরাজুলের বিরুদ্ধে। এরপর স্থানীয় মানুষ জন জল থেকে দেহ উদ্ধার করে কবরস্থ করে দেন বলে পুলিশ সূত্রে জানা যায়। এই খবর ওই কন্যা সন্তানের মা পাওয়া মাত্রই স্থানীয় মহিষাদল থানায় তার বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। এর পরই হলদিয়া মহকুমা আদালতের নির্দেশে রবিবার কবর থেকে দেহ তুলে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। তবে এই ঘটনার মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে কিনা তদন্ত শুরু করেছে মহিষাদল থানা পুলিশ, আর অন্য দিকে এই ঘটনা ছড়িয়ে পড়তে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।