দক্ষিণ কলকাতার কন্টেনমেন্ট জোনের মধ্যে বেশিরভাগটাই রয়েছে ভবানীপুর ও আলিপুরে| 7 দিনের লকডাউনে এই সব এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে| সিপি অনুজ শর্মা ভিডিও কনফারেন্স করে 9 টি ডিভিশনের নির্দেশ দিয়েছেন কন্টেনমেন্ট জোনে বাড়তি নজর দেওয়ার জন্য| কন্টেনমেন্ট জোনের কোনও বাসিন্দা যাতে বেরোতে না পারেন বা বাইরের কেউ যাতে ঢুকতে না পারেন সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে| বিশেষত যে সব কন্টেনমেন্ট এলাকায় প্রণামের সদস্যরা রয়েছেন তাঁদের দিকে দিবারাত্র নজরদারির কথা বলা হয়েছে| করোনাকে ঠেকাতে মানবিকতার মধ্যে দিয়েই কঠিন হতে বলার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার|