December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ওয়ার্নারের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে জল্পনা

মারকুটে ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। জানাযায়, “ই এস পি এন” ক্রিকইনফো-কে দেওয়া এক সাক্ষাতকারে ৩৩ বছর বয়সী ওয়ার্নার এমনই ইঙ্গিত দিলেন। ওয়ার্নার বলেন, ” যদি আপনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি র কথা বলেন, তাহলে দেখুন পর পর দুটো কুড়ি-বিশের বিশ্বকাপ রয়েছে। এবং ক্রিকেটের এই ফরম্যাট থেকেই হয়তো আর কয়েক বছরের মধ্যে অবসর নেব। ” সঙ্গে তিনি আরও বলেন, “আমাকে সূচিও দেখতে হবে। আমার পক্ষে খুব চাপের হয়ে যাচ্ছে ক্রিকেটের তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া। যারা এখনও সেটা করে যেতে পারছে তাদের সকলকে অভিনন্দন। পাশাপাশি ওয়ার্নার বলেন, “বাড়িতে আমার তিন ছেলেমেয়েকে দেখভাল করে আমার স্ত্রী। ফলে সারা বছর ধরে ঘুরে বেড়ানো আমার পক্ষে খুব কঠিন হয়ে পড়ে। ফলে যদি কোনও একটা ফরম্যাট থেকে সরে আসার হয় সেটা হবে তাহলে টি-টোয়েন্টির কথাই সবার আগে ভাবব।”