নভেলকরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে দোকান বাজারে কেনাকাটার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে নিজেহাতে ভাঙ্গা ইটের টুকরো দিয়ে কেটে দিয়ে এসেছেন নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার গন্ডি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশিকা মেনেই এবার সেই পথ অনুসরণ করতে দেখা গেল শহরের একাধিক জায়গায়। বাঘাযতীন এলাকায় ওষুধের দোকানে নিরাপদ দূরত্ব বজায় রেখেই কেনাকাটি করলেন সাধারণ মানুষ। এক এক জন করে ওষুধ কিনছেন কিন্তু ভিড় এড়িয়ে। বাকি ক্রেতাদের বৃত্তের মধ্যে থেকে লাইনে দাঁড়িয়ে থাকতেই দেখা গেল।