বিজন সেতু, অরবিন্দ সেতু ও চিংড়িঘাটা উড়ালপুলের মতো অনেক সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে মেরামতির ব্যবস্থা করেছে কেএমডিএ। তবে এবার পালা হাওড়া ব্রিজের। কলকাতা পোর্ট ট্রাস্টের তরফে খবর, ক্রমশ ভারী হয়ে পড়ছে রবীন্দ্র সেতু। তাই এর ওজন কমাতে হবে শীঘ্রই। এর জন্য পিচের আস্তরণ তুলে অন্য কোনও উপাদান নিয়ে রাস্তা করা যায় কিনা, তা ভাবনাচিন্তা করছে পোর্ট ট্রাস্ট। রাস্তা মেরামতির জন্য সেতুর উপরের রাস্তায় পড়তে থাকে পিচের আস্তরণ।
সম্প্রতি কয়েকটি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গিয়েছে ক্রমশ পিচের আস্তরণ চাপতে থাকায় সেতুর ওজন বেড়ে যায়। সেই একই সমস্যার মুখোমুখি হতে পারে হাওড়া ব্রিজ। তাই পিচের আস্তরণ সরিয়ে অন্য সেতুর ওজন কমানো যায় কিনা তা দেখতে চায় কলকাতা বন্দর কর্তৃপক্ষ।