December 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এবার করোনা আক্রান্ত মধ্যমগ্রামের কাউন্সিলরের গাড়ি চালক

এবার করোনা আক্রান্ত হলেন মধ্যমগ্রামের কাউন্সিলরের গাড়ির চালক। জানা গিয়েছে, এবার তার শরীরেও এই মারন ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। শনিবার রাতেই হাতে এসেছে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট। এরপরই রবিবার কদম্বগাছির করোনা হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর, জানিয়েছেন মধ্যমগ্রামের সি আই সি (হেলথ) নিমাই ঘোষ।

তিনি জানিয়েছেন, “কাউন্সিলরের শরীরে মারণ ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পরই এই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। শনিবার রিপোর্টে জানা গিয়েছে, ইনিও আক্রান্ত।” প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই মধ্যমগ্রামের এক কাউন্সিলরের শরীরে মেলে করোনার জীবাণু। এরপরই তাঁর সংস্পর্শে ছিলেন এমন ১৫ জনকে পাঠানো হয়েছিল কোয়ারেন্টাইনে। প্রত্যেকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।যা শনিবার রাতে মেলে রিপোর্ট। সেই রিপোর্টে জানা যায়, করোনা আক্রান্ত ওই কাউন্সিলরের গাড়িচালক। তবে বাকি ১৪ জনই সুস্থ সূত্রের খবর।