December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এবার কন্যাসন্তানের মা হয়েছেন পরীমণি

এবার কন্যাসন্তানের মা হয়েছেন পরীমণি। তবে এই কন্যাসন্তানকে দত্তক নেওয়া। সাধ করে মেয়ের নামও রেখে ফেলেছেন। সাফিরা সুলতানা প্রিয়ম। ছেলে পুণ্যকে নিয়ে এমনিতেই পরীমণির ব্যস্ত জীবন। শুটিং, বিজ্ঞাপনী কাজ সব সামলে রাজ্যের দায়িত্বও একাই সামলান। pএবার ঘরে মেয়েকে নিয়ে এলেন।

তাঁর ব্যক্তিগত জীবন হোক কিংবা কাজ, সবক্ষেত্রেই তিনি চর্চায় থাকেন। এবার ফের অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে। দিন কয়েক আগেই ফেসবুকে ‘নতুন প্রেমের’ আভাস দিয়েছিলেন রঙিন ছবিতে। তবে লক্ষ্মীবারে দিলেন ঘরে লক্ষ্মীর আগমনের খবর। দত্তককন্যাকে কোলে নিতেই নাকি তিনি নাড়ির টান অনুভব করেছেন। তবে লক্ষ্মী ঘরে আসার খবর দিলেও এখনই মেয়ের মুখের ছবি ফাঁস করতে চাইছেন না পরীমণি। তিনি বলছেন, ছেলে রাজ্যের সঙ্গেই ঘর আলো করে রয়েছে প্রিয়ম।