দু’ সপ্তাহের মধ্যেই নতুন টাইটেল স্পনসর খুঁজে নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
মঙ্গলবার বিসিসিআই জানিয়ে দিল ড্রিম ইলেভেন এ বারের আইপিএলের টাইটেল স্পনসর। এর জন্য সংস্থাটি বোর্ডকে দেবে ২২২ কোটি টাকা।
টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ছিল বাইজু, আনঅ্যাকাডেমিও। কিন্তু সেই সব সংস্থাকে পিছনে ফেলে এ বারের মেগা টুর্নামেন্টের টাইটেল স্পনসর হয়ে গেল ড্রিম ইলেভেন। তিন বছরের জন্য বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হল সংস্থাটি।