January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

এনআরএসে নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচারে মৃত্যু দশদিনের খুদের

নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচার করায় শিশু মৃত্যুর ঘটনা ঘটল এনআরএস হাসপাতালে। সূত্রের খবর, দিন দশেক আগে এনআরএস হাসপাতালেই জন্ম হয় ওই খুদের। জানা গিয়েছে, প্রথমে গত ১৮ ফেব্রুয়ারি,তারপর ২২ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারিও অস্ত্রোপচার করা হয় একরত্তির। কিন্তু কেন তিনবার একই ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হল ওই সদ্যোজাতের? শিশুর পরিবারের দাবি, এনআরএসের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চিকিৎসকরা তাঁদের পরিবারের ছোট্ট সদস্যের অস্ত্রোপচার করেছে। বারবারই সুতো ছিঁড়ে গিয়েছিল। তাই তৃতীয়বার অস্ত্রোপচারের সময় বাইরে থেকে সুতোও কিনে আনতে বলেন চিকিৎসকরা। সেই অনুযায়ী সুতোও কিনে এনে দেওয়া হয়। তবে তৃতীয়বার অস্ত্রোপচারের পর থেকেই তার ক্ষতস্থান দিয়ে রক্ত বেরোচ্ছিল। ক্রমশই নিস্তেজ হয়ে যাচ্ছিল খুদে। ফলে বৃহস্পতিবার সন্ধেয় ধকল সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মৃত্যু হয় একরত্তির।

মৃত খুদের পরিবারের অভিযোগ, সম্ভবত নিম্নমানের সুতো ব্যবহারের ফলে সেপটিক হয়ে গিয়েছিল খুদের। তাই মৃত্যু হয়েছে দশদিনের ওই শিশুর। শিশুমৃত্যুর পর থেকে ক্ষোভে ফুঁসছে তাঁর পরিজনেরা। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। কেন একই ক্ষতস্থানে পরপর তিনবার সেলাই করলেন চিকিৎসকরা, সেই নিয়ে উঠছে প্রশ্ন। তবে ঘটনার পিছনে আসল কারন জানার জন্য তদন্তের আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ।