নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ। এখনও দেখা নেই ঠান্ডার। সকালের দিকে কুয়াশা থাকলেও শীতের আমেজও অনুভূত হচ্ছে না। ফলে শীতপ্রেমীদের প্রশ্ন, কবে দেখা দেবে শীত? হাওয়া অফিস সূত্রে খবর, মাঝ নভেম্বরে বদলাবে আবহাওয়া। ১৪ নভেম্বরের পর শীতের আমেজ বাড়বে পশ্চিমে জেলাগুলো-সহ গোটা বাংলায়।
আন্দামান সাগর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরির ফলে সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ঐদিন পার্বত্য দুই জেলা এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে।
More Stories
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
বড়দিনে সেভাবে নেই শীতের আমেজ
মুখ্যমন্ত্রী সমস্ত গান এবার একসাথে শোনার সুযোগ