September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এক মহিলার দেহ পুকুরে ভেসে ওঠাকে কেন্দ্র করে চঞ্চল্য বালুরঘাট শহর

বালুরঘাট ২৪ আগষ্ট ; মানসিক ভারসাম্যহীন এক মহিলার দেহ পুকুরে ভেসে ওঠাকে কেন্দ্র করে বালুরঘাট শহর সংলগ্ন জলঘরে চঞ্চল্য। আজ দুপুরে ওই দেহ ভেসে ওঠার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।মৃতার নাম পার্বতী কিসকু, বয়স ৫৮, বাড়ি জলঘরের পুর্ব পাড়ায়।

পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে এলাকার শান্তি মার্ডির স্ত্রী পার্বতী কিসকু মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে রাত্রে আবার বাড়ি ফিরে এসেছেন। কিন্তু গতকাল অনান্য দিনের মত দুপুরের পর বাড়ি থেকে বেড়িয়ে আর রাত্রে ফিরে আসে নি। সন্ধ্যের পর তার বাড়ির লোকজন খোজ খবর করলেও তেমন ভাবে আর গা করেন নি।এই ভেবে যে অনান্য দিনের মত সে রাত্রের দিকে বাড়ি ফিরে আসবে। কিন্তু আজ সকালেও বাড়ি ফিরে না আসায় তারা এলাকায় খোজাখুজি করেও তার কোন খোজ পায়নি। এরপিরেই দুপুরে এলাকার একটি পুকুরে ওই মহিলার দেহ ভেসে উঠতে দেখে স্থানিও মানুষজন ওই মহিলার বাড়িতে ঝবর দেওয়ার পাশাপাশি বালুরঘাট থানায় খবর দেয়। এরপরেই পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি স্থানিও মানুষজন ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তাদের তদন্ত শুরু করেছে বলে জানা যায়।