January 23, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

এক পড়ুয়াকে অপহরনের ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়া

সদ্য মাধ্যমিক পাশ করা এক পড়ুয়াকে অপহরনের পর তাকে প্রথমে গণ ধর্ষণ এবং পরে খুন করে ফেলে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনার প্রতিবাদে প্রথমে রাজ্য সড়ক ও পরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চতুরাগছ এলাকার ঘটনা। মৃত পড়ুয়ার নাম মাম্পি সিংহ। ওই পড়ুয়াকে শনিবার রাতে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে এসে তারপর তাকে গণধর্ষণ করা হয়েছে। এরপর তাকে খুন করে স্থানীয় একটি চা বাগান সংলগ্ন বটগাছের নিচে দুষ্কৃতীরা ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ। ঘটনার বিবরণে দাসপাড়া গ্রাম সভা কমিটির কনভেনার অসীম বর্মন জানান , এই ঘটনায় কারা যুক্ত রয়েছে সেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং এলাকায় যেখানে মৃতদেহটি পাওয়া গেছে সেখানে দুটি সাইকেল, আধার কার্ড,দুটি ছাতা ও মোবাইল ফোন পাওয়া গেছে। এখান থেকেই পুলিশ তদন্তের কিনারা করতে পারবে বলে মনে করছেন তারা। মৃতর দিদি পুলু দাস জানান, রাত থেকেই তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারারাত এবং সকালবেলা বিভিন্ন জায়গায় খোঁজ করার পর সকালে অবশেষে একটি বটগাছের নিচে তার বোনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে গণধর্ষণ করে বিষ খাইয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। এদিন ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে প্রথমে ওই এলাকার রাজ্য সড়ক এবং পরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলাকালীন অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে তারা বিক্ষোভ এবং অবরোধ চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।