December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এক উচ্চ মাধ্যমিক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুর এলাকায়

এক উচ্চ মাধ্যমিক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুর থানার দহপাড়া এলাকায়। ঘটনার পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশি সূত্রে খবর মৃত উচ্চমাধ্যমিক ছাত্রীর নাম প্রিয়া রায়(১৭)। বাড়ি গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের দহপাড়া এলাকায়। সে স্থানীয় জাহাঙ্গীরপুর উচ্চ বিদ্যালয় দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতো। পরিবার সূত্রে খবর প্রতিদিনের মত বুধবার রাতেও খাওয়া-দাওয়া করে নিজের ঘরেই পড়াশোনা করছিলেন ওই ছাত্রী। এরপরে বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে কোন উত্তর না পাওয়াই সন্দেহ হয় পরিবারের লোকজনদের। এরপর এই পরিবারের লোকজন দরজা ভেঙে দেখতে পায় ছাত্রীর ঝুলন্ত দেহ।ঘটনার পর পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই ছাত্রীকে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারসহ এলাকায় জুড়ে। ঘটনার পরে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।