
আজ সকালে একাধিক নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শনী মল্লিক | প্রসঙ্গত, শুক্রবার টানা একুশ ঘন্টা জেরার পর ভোররাতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার করে ইডি | এরপর সামনে এসেছে একাধিক চঞ্চল্যকর তথ্য |
সূত্রের খবর, তিনটি বেসরকারি সংস্থার মাধ্যমে 12 কোটি টাকার ভুয়ো শেয়ার প্রিমিয়াম জমা দেওয়া হয়েছিল | ওই সংস্থাগুলি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বিপুল পরিমাণে টাকার ঋণ নেন | কিন্তু সেই টাকা আর তিনি ফেরত দেয়নি । ওই সমস্তগুলির মাধ্যমে মূলত সবজি ও খাদ্যশস্য বিক্রয় করা হয় বলে জানা গিয়েছে | তবে ওই সংস্থা গুলির কর্ণধার জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ে তদন্তে এমনটাই উঠে এসেছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়