একই দিনে 3টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য বুনিয়াদপুরে
একই সাথে 3টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুনিয়াদপুরে।বৃহস্পতিবার দ: দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের পীরতলা ও নলপুকুর এলাকায় দুটি ইলেকট্রনিক্স একটি কাপড়ের দোকানে একসাথে চুরি হয় ।খবর পেয়ে এইদিন সকালে ঘটনাস্থলে এসে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। একসাথে তিনটি দোকানে চুরির ঘটনায় শহর জুড়ে প্রশাসনিক করা নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
এই বিষয়ে ইলেকট্রনিক্স দোকান মালিক অতনু প্রামানিক বলেন,
“বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখি আমার দোকানের 3টি তালা ভেঙে কম্পিউটার, প্রিন্টার ,ল্যাপটপ সহ চুরি গেছে ইলেকট্রনিক্স দোকানের সবকিছু,বিষয়টি নজরে আসতেই থানায় জানাই।”
ঘটনার পরই বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিকরা।একই দিনে একই সাথে তিনটি দোকানে চুরির ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারি থানার পুলিশ।