December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ঋষির স্মরণ সভায় নীতু, রণবীর, শোকার্ত কাপুর পরিবার

ঋষি বিদায়ে নক্ষত্র পতন, ৩০ এপ্রিল বড়ো নিশব্দেই শেষ যাত্রা হয়েছে বলিউদের সর্বকালের সেরা চকলেট হিরোর। স্ত্রী নীতু, পুত্র রণবীর-সহ পরিবারের মাত্র ২০ জন সদস্যের উপস্থিতিতে শশ্মানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আর এরপর শনিবার কৃষ্ণারাজ কাপুর ম্যানশনে, নিজেদের বাসস্থানেই প্রয়াত ঋষির উদ্দেশে স্ত্রী নীতু এবং ছেলে রণবীর কাপুর এক স্মরণসভার আয়োজন করেছিলেন। সেই শোকসভারই এক ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে গাঁদা ফুলের মালা পড়ানো ঋষি কাপুরের ছবি। তার পাশে ছোট একটি গণেশমূর্তি। ছবির একদিকে বসে রয়েছেন নীতু, আর অন্যদিকে ছেলে রণবীর। নীতুর পরনে ছিল সাদা সালোয়ার আর রণবীরের পরনে পাঞ্জাবি, মাথায় পাগড়ি এবং কপালে তিলক। তবে কাপুরদের এই স্মরণসভা একান্ত পরিবারের সদস্যদের জন্যই ছিল। এবং তাঁদের উপস্থিতিতেই হয়েছে বলে জানা গিয়েছে।