January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ

Cloudy sky and sun

উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে সপ্তাহান্তে ফের বৃষ্টি হবে বাংলায়। তবে এই মুহুর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, এমনটাই জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পরবর্তী দু’দিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে।

অগাস্ট মাস জুড়ে ভারতের প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে৷ ত্রিপুরা, গুজরাত, মহারাষ্ট্র প্রভৃতি বেশি কিছু রাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়েছে৷ পশ্চিমবঙ্গেও বেশ কিছু অঞ্চল বানভাসি হয়েছে৷ আগামী মাসেও দেশের অবস্থার খুব একটা উন্নতির আশা নেই৷ সেপ্টেম্বরেও দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে মনে করছে ভারতীয় আবহাওয়া দপ্তর৷