December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির ভ্রুকূটি

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির ভ্রুকূটি। সোমবার তৈরি হওয়া ওই নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার সন্ধে থেকে দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সৈকত এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে। সন্ধের পর থেকে কলকাতা-সহ ছয় জেলায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।