করোনা থাবায় বিশ্ব জুড়ে স্তব্ধ হয়েছে। সব কিছু সংক্রমণ ছড়ানোর ভয়ে সরকার সব ধরনের জমায়েত নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থ নৈতিক অবস্থা বেহাল হয়ে পড়ায় কিছু টা স্থিতিশীল আনা হয়েছে। কিন্তু জমায়েত নিষেধাক্কা রয়েছে এখনো,সেই কারনে দেশবাসীর বড় উৎসব রথযাত্রা স্থগিত রাখা হয়েছে সুপ্রিমকোর্ট নির্দেশে। সেই নির্দেশ অনুযায়ী উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ৬৮ বছরের পুরনো কালিয়াগঞ্জের নাটমন্দিরের রথযাত্রা উৎসব স্থগিত করলো রথযাত্রা উৎসব কমেটি। ফলে সাধারন মানুষের মধ্যে হতাশা। এই রথযাত্রা উৎসবে নাটমন্দির প্রাঙ্গনে ৭ দিন ধরে মিলন মেলায় পরিনত হত। এই মেলায় ভিন্ন জেলা থেকে ব্যাবসায়ীরা পসরা সাজিয়ে বসতো। কিন্তু করোনার ভাইরাস সংক্রমণের কারনে সব কিছু বাতিল। উৎসব কমেটি রথযাত্রা মন্দিরের মধ্যে সীমাবদ্ধ রেখে কোনো রকম জমায়েত ছাড়া উৎসব সম্পূন হবে।