বামনগোলা: সম্প্রতি উওর প্রদেশের হাথরসে ঘটে যাওয়া ঘটনার ধর্ষিতা মনিষা বাল্মীকিকে ধর্ষন করে নির্যাতিতা দেহকে গভীর রাতে পুড়িয়ে দেওয়ার হয়,এরি প্রতিবাদ জানিয়ে আজ বামনগোলা ব্লক আদিবাসী তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বামনগোলার ধিক্কার জানাই হয়,ও বামনগোলার স্ট্যান্ড থেকে মোমবাতি জ্বালিয়ে ধিক্কার মিছিল বের করে বাজার হয়ে, থানা মোড় হয়ে গোটা বামনগোলা এলাকায় পরিক্রমা করে , শেষে বামনগোল রাধা গোবিন্দ মন্দির এসে পৌঁছান।এই হাথরস ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল ও ধিক্কার মিছিল করা হয় করা হয় বামনগোলা ব্লক আদিবাসী তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই ধিক্কার মিছিল উপস্থিত ছিলেন মালদা জেলার অধিবাসী তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক চুনিয়া মুর্মু,বামনগোলা ব্লক আদিবাসী কাযকারি সভাপতি বিপ্লব মূমু, জেনারেল সেক্রেটারি সঞ্জয় কিসকু, অঞ্চল নেতৃত্ব মোস্তাফিজুর রহমান, বৃন্দাবন রায় সহ অন্যান্য নেতৃত্বরা।।