নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- মহামারী ভাইরাসের প্রকোপ এর মাঝে ফল প্রকাশ হলো উচ্চ মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকে 497 পেয়ে সম্ভাব্য পূর্ব মেদিনীপুর জেলার প্রথম হয়েছে সায়নী মহাপাত্র। পূর্ব মেদিনীপুর জেলা কাজলাগড় হাই স্কুলের ছাত্রী সায়নী, পড়া শোনার পাশাপাশি সায়নী গান ও টিভি দেখতে ভালোবাসে, তবে আগামী দিনে চিকিৎসক হতে চায় সায়নী, সেই বিষয়ে সায়নী বলেন করোনার আবহের মাঝে বহু ডাক্তার এই মহামারী ভাইরাসের কারণে আক্রান্ত হয়েছে কিন্তু সেই বিষয় নিয়েও চিন্তিত নয় সায়নী,কারণ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চিকিৎসক হতে চায় সায়নী, তার এই ফল প্রকাশেও খুশি নয় কারণ পুরো বিষয়ে পরীক্ষা দিয়ে যেই ফল পাওয়া যেত তাতেই খুশি হতো সায়নী, এমন টাই বক্তব্য সায়নীর, তবে যাই হোক তার এই সাফল্যে খুশি পরিবার থেকে এলাকার মানুষেরা।