July 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ইস্টবেঙ্গলে নতুন লগ্নিকারীর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ইস্টবেঙ্গলে নতুন লগ্নিকারীর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাল-হলুদ ক্লাবের নতুন লগ্নিকারীর নাম শ্রী সিমেন্ট।নবান্নে সাংবাদিক সম্মেলনে শ্রী সিমেন্টের কর্তা ও ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে নিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। লগ্নিকারী চলে আসায় আইএসএলে খেলার সম্ভাবনা যে উজ্জ্বল হল ইস্টবেঙ্গলের, সেটাও পরিষ্কার হল সাংবাদিক সম্মেলনে। মুখ্যমন্ত্রী বললেন, “বাংলার ফুটবল থেকে অনিশ্চয়তা দূর হল। বাংলা ছাড়া ফুটবল সম্পূর্ণ হবে না। সাত মাস পর সেই প্রচেষ্টা অবশেষে সফল। আর তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিলেন লাল-হলুদের সচিব কল্যাণ মজুমদার।