May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

ইন্দিরা গান্ধীর ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালন করল বামনগোলা কংগ্রেস

মালদাঃ- বামনগোলা ব্লকে কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত ইন্দিরা গান্ধী ৩৭ তম শহীদ দিবস উপলক্ষে এক পদ যাত্রা,মধ্যেদিয়ে স্মরন সভা ও রক্তদান শিবির সহ দুঃস্থ রুগীদের হসপিটালের গিয়ে ফল বিতরন কর্ম সূচী পালন করলেন। শনিবার ১০টাই বামনগোলা কংগ্রেসের কার্যালয়ে থেকে এক পদযাত্রা শুরু হয় গোটা পাকুয়াহাট এলাকায় পরিক্রমা করে পদযাত্রা টি শেষ হয় ইন্দীরা মোরো ,সেখনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দীরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্পন করেন ইন্দীরা গান্ধীর স্মৃতিচরনে। সেখানে থেকে মুদি পুকুর ও নালাগোলা হসপিটালের রুগীদের মধ্যে ফল বিতরনের মধ্যেদিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালন করল বামনগোলা ব্লক জাতীয় কংগ্রেস। শেষে পাকুয়াহাট ইন্দিরা মোড়ে বামনগোলায় ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পাকুয়াহাট সমাবেত প্রয়াস ও ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় দুপুরে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ১জন মহিলা সহ মোট ১৫জন স্বেচ্ছায় রক্ত দেন ।প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দীরা গান্ধীর মৃত্যুবার্ষিকী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি হরিপদ বৈরাগী, প্রদেশ কংগ্রেস সদস্য জয়ন্ত সরকার, সুভাষ থাপা, বামনগোলা ব্লক জাতীয় কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায়, সহ অনন্য কংগ্রেস কর্মীরা। তারই পাশাপাশি এ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পাকুয়াহাট সমাবেত প্রয়াসের কোষাধক্ষ্য সুশান্ত সরকার, অন্যতম সদস্য বিনোদবিহারী বিশ্বাস, বরুণ কুমার সরকার সহ অন্যরা।