July 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ইংরেজ বাজার শহরের বৃন্দাবনী ময়দানের গ্যালারিতে বসে চলছে স্নাতকের প্রথম বর্ষের অনলাইন পরীক্ষা

মালদহঃ করোনা-আবহে অনলাইনে চলছে কলেজ গুলিতে পরীক্ষা। তবে নেটের সমস্যা থাকায় বাড়ির পরিবর্তে সদর এলাকায় ছুটে আসছেন পরীক্ষার্থীরা। সোমবার স্নাতকের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা মালদহের বৃন্দাবনী ময়দানের গ্যালারিতে বসে দিলেন একদল পরীক্ষার্থীরা। তাঁরা মালদহ কলেজের ছাত্র-ছাত্রী। গত, ১৮ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে মালদহ ও দুই দিনাজপুরের ২৫টি কলেজেই। পরীক্ষার্থীদের বাড়িতে বসেই ওপেন বুক প্রদ্বতিতে পরীক্ষা দেওয়ার কথা। তবে সেই নির্দেশ না মেনে পরীক্ষার্থীরা দল বেধে শহর এলাকায় বসে পরীক্ষা দিচ্ছেন। তাঁদের দাবি, নেট না থাকায় বাধ্য হয়েই কলেজ সংলগ্ন এলাকায় ছুটে আসতে হচ্ছে।